বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ভারতে আশ্রয় নিয়ে এখনো দেশবিরোধী অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষকে নানা বিপদে ফেলে ক্ষতি করার পরও শেখ হাসিনা থামেননি। এখনো ভারতের মাটিতে বসে তার দলের নেতাকর্মীদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে আজহারুল ইসলাম বলেন, “বিনা অপরাধে আমাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছিল। এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে দমন করা যায় না।”
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এ নেতা আরও বলেন, “জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং একসময় পিছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। প্রথমে বিষয়টি সাধারণ মানুষ জানত না, পরে গণমাধ্যমে জানা যায় তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এখন সেখান থেকেই বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছেন।”
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির এস এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর কর্মপরিষদ সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হান্নান খান। ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমএইচ/