গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেছেন, একটি বিশেষ গোষ্ঠী কিছু প্রতিবাদী তরুণকে ভুল পথে পরিচালিত করে চাঁদাবাজে পরিণত করেছে। তিনি বলেন, “যারা আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদেরই একটি অংশকে পথভ্রষ্ট করা হয়েছে—একদিন এই গোষ্ঠীকেও বিচারের মুখোমুখি হতে হবে।”
শুক্রবার (৮ আগস্ট) যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীর মানুষ অসাধারণ ভূমিকা রেখেছে। এ এলাকার শহীদদের সংখ্যা সবচেয়ে বেশি, আহতও হয়েছেন অনেকে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন বা আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল, কিন্তু তাদের অনেক অপরাধী এখনো ধরা পড়েনি। এমনকি যারা গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছিল, তাদেরই কেউ কেউ এখন চাঁদাবাজি করছে—যেটা অত্যন্ত দুঃখজনক।”
আলোচনায় আবু হানিফ দাবি করেন, “আওয়ামী লীগ এখন ভারতের একটি দল হয়ে গেছে। কলকাতায় দলীয় কার্যালয় স্থাপন তারই প্রমাণ। বাংলাদেশে তারা আর রাজনীতি করতে পারবে না। এই দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসিব মল্লিক। এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনক, মহানগর দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদের নেতা মুজাহিদ মিজান, ছাত্র অধিকার পরিষদের শাহরিয়ার শাহীন, এনামুল হাসান, জাহিদুল ইসলাম, হাসান সালমার প্রমুখ
এসএকে/