বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২১ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা মৌলভীবাজারে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক সেমিনার মজলিসের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনায় বিজয় র‍্যালী জুলাই ঘোষণাপত্র একপক্ষীয় রাজনৈতিক প্রবন্ধ: মাওলানা আজিজুল হক ভোলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল  ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত  সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে: ডা. তাহের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কোরআন নিকেতন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গত এক বছরে অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি : প্রধান উপদেষ্টা

মৌলভীবাজারে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক সেমিনার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুস্তাকিম আল মুনতাজ,
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক সেমিনার, জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার শহরস্থ অভিজাত মামার বাড়ি রেষ্টুরেন্ট হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। 

সংগঠনের ‎জেলা সভাপতি মুফতি রুহুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা জিল্লুর রহমান হাদী ও মাওলানা শহীদুল্লাহ্ নোমানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আহমদ বিলাল, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা মোস্তফা কামাল, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী হারুনুর রশীদ, জাতীয় শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা সুলাইমান আহমদ, জেলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মুগনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি জনাব ডাঃ ইবাদুর রহমান চৌধুরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহ মাহমুদুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার সদর শাখার আহ্বায়ক মাওলানা ইব্রাহিম খলিল, মৌলভীবাজার নূরুল কুরআন মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা সাইফুর রহমান সাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় ইসলামপন্থীরা যুগে যুগে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। কিন্তু বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আমাদের বিচ্ছিন্নতা, ভেদাভেদ ও আত্মকেন্দ্রিকতা ইসলামি আন্দোলনের অগ্রযাত্রাকে মন্থর করে দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের আজ এই আত্মসমালোচনা, আলোচনা ও ঐক্য গঠনের প্রয়োজন আরও বেশি।

তারা আরও বলেন, আমরা যদি সত্যিকার অর্থে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই, তবে একে অপরকে প্রতিযোগী নয়, বরং সহযোগী হিসেবে দেখতে হবে। মতভেদ থাকতে পারে, কিন্তু লক্ষ্য যেন এক থাকে—আল্লাহর বিধান প্রতিষ্ঠা, জনগণের কল্যাণ এবং ন্যায়ের পথে চলা।

“চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান” সম্পর্কে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান” আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে একটি সাহসী প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান ছিল তৎকালীন শাসকগোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে একটি প্রাণপণ প্রতিবাদ। অনেকেই শহীদ হয়েছেন, বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের রক্তের ঋণ আমরা কখনও ভুলে যেতে পারি না। আমরা আজ তাঁদের আত্মত্যাগের স্মরণে দোয়া করছি। আল্লাহ তাঁদের শহীদ হিসেবে কবুল করুন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ