ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ৪ আগস্ট এক বিবৃতিতে বলেছেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিলো এই দিনে। রক্তে রাঙ্গা এই দিন আমাদেরকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে। আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত ও আইনী সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলোপ করতে পারি তাহলেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সার্থকতা পাবে।
পীর সাহেব চরমোনাই বলেন, ৫ আগষ্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদেরকে জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে আবারো জুলাইয়ের ঐক্য ও সংহতির নজির স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসে নাই বরং স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিলো। তাই স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনী ও নীতিগত সিদ্ধান্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পীর সাহেব চরমোনাই জুলাই-২৪ এ আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং নিহতদের প্রতি রুহের মাগফিরাত কামনা করেন। যারা যে অবস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, জুলাইয়ের রক্ত ও জীবনের স্বার্থকতা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিচলভাবে কাজ করে যাবে। বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রাখবে;ইনশাআল্লাহ।
এমএইচ/