গণহত্যার বিচার ও সংষ্কার কাজের অগ্রগতির মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা অন্তর্ববর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, অন্তর্র্বতী সরকার তার অন্যতম প্রধান কাজ প্রয়োজনীয় সংস্কার করা। গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের বিচার দ্রুত সম্পন্ন করা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া। কিন্তু এসবের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।
মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সচিবালয় অচল করে দেশকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া ফ্যাসিবাদের কাজ। বর্তমান সরকারকে যারা বিভিন্ন সমস্যায় ফেলে দিতে বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে, আর যাই হোক তারা দেশের কল্যাণ চায় না। জনদুর্ভোগ সৃষ্টি করে নিজেদের আখের গোছাতে ব্যস্তরাই নতুন ফ্যাসিবাদ। যারা জনদুর্ভোগ সৃষ্টি করছে তারা জানে না, তারা নিজেদের কতটুকু ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে।
এমএইচ/