সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে নিয়ে ধর্ষণ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার নীরবে মদের বিক্রি বাড়াচ্ছে সৌদি আরব গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ কোরআনের হাফেজদের পাশে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী হাবিবের নতুন এআই মডেল ‘দ্য কোর’ চালু করল আল জাজিরা চাকরিতে যোগ দিলেন না হিজাবে টান দেওয়া সেই ভারতীয় নারী ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

জন্মশতবার্ষিকী উপলক্ষে ডা. মাহাথিরকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। আগামী জুলাই মাসে এই জন্মশতবার্ষিকী উদযাপিত হবে।

মাহাথির ১০ জুলাই ১০০ বছরে পা দেবেন। তিনি টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়ার ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা দশকব্যাপী বন্ধুত্বের সময় ভাগ করে দেওয়া স্মৃতিগুলোকে পুনরায় স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা মাহাথিরকে বলেন, আমি আপনাকে ১০০তম জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।

৪০ মিনিটের এই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে রয়েছে, বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার ইচ্ছা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন।

পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বেশ কয়েক বছর আগে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছিল। 

মালয়েশিয়া এই গ্রুপের বর্তমান সভাপতি।

ড. ইউনূস মাহাথিরকে বলেন, আসিয়ান সদস্য হওয়ার জন্য আমাদের মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতিও কৃতজ্ঞ, কারণ দেশটি বিভিন্ন খাতে লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থান করেছে। বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ মালয়েশিয়া সম্পর্কে জানে কারণ মানুষ কর্মসংস্থানের জন্য দেশটিতে ভ্রমণ করে।

এ সময় মাহাথির বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠা করেছেন এবং উদ্যোক্তা হিসেবে ভালো করছেন।

মাহাথির তার 'লুক ইস্ট' নীতির কারণে মালয়েশিয়া কীভাবে সমৃদ্ধ হয়েছিল তা স্মরণ করেন এবং বাংলাদেশকেও অনুরূপ নীতি গ্রহণের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে, যা মালয়েশিয়ার মতো বাংলাদেশে খুব একটা পরিচিত নাম নয়।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মাহাথিরকে তার প্রভাব ব্যবহার করার অনুরোধও করেন। তিনি মালয়েশিয়ার প্রাক্তন নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ