জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বিগত যত সরকার দেশ চালিয়েছে সবাই সাধারণ জনগণের সাথে প্রতারণা করেছে।’
তিনি বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর দেশে লুটপাট করেছে। মন্ত্রী-এমপি আমাদের ভোটের মাধ্যমে জয় লাভ করে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলে। পরবর্তীতে তাদের ছেলে মেয়েরা দেশে এসে পুনরায় রাজনীতিতে জড়িয়ে পড়ে। নেতারা হচ্ছে আমার আপনার গোলাম, আমরা হচ্ছি তাদের কর্তা।’
আজ রবিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট ও দোহাজারীতে পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘ভোট আমাদের পবিত্র আমানত। এটি বিক্রি করা চলবে না।
টাকার বিনিময়ে আপনারা ভোট বিক্রি করলে ভালো কোনো নেতা দেশ শাসন করার জন্য পাওয়া যাবে না।’
তিনি বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়াতে আমাদের মাত্র ৩৬ দিন সময় লেগেছে। আগামীতে এনসিপির সাথে থাকলে সুন্দর একটা দেশ উপহার দিতে পারব।’
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহাজাদা হাসান আলীকে পরিচয় করে দেন হাসনাত আব্দুল্লাহ।
পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাও বক্তব্য দেন।
এসএকে/