বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ইসরায়েলের গণহত্যায় সহযোগী ৪৮ কোম্পানির নাম প্রকাশ মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৮৮ জনকে পুশইন বিএসএফের ফ্রিজে বৈদ্যুতিক শক: কারণ ও করণীয় তিন বছর পর ফের চালু হচ্ছে মারকাযুদ্দাওয়াহ’র মাসিক মজলিস কওমী মাদরাসার ছাত্রদেরকে দেশ সচেতন  নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত পি আর পদ্ধতি নির্বাচন : জনগণ কীভাবে দেখছে গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতাল পরিচালক নিহত

কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মানব রচিত সংবিধান কখনোই মানুষের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কেবল কোরআন ও সুন্নাহর ভিত্তিতেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক পরওয়ার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ 'হাসিনা' নামক এক জগদ্দল পাথরের নিচে চাপা ছিল। এতদিন আমরা লাকসামে উন্মুক্ত পরিবেশে কর্মী সম্মেলন করতে পারিনি। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রদের গণআন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মুক্ত হয়েছে। আজ এই উন্মুক্ত পরিবেশ ফিরে পেয়ে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি।

জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে অসহ্য হয়ে পুরো বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সারাদেশের ধর্মপ্রাণ মানুষ, ওলামায়ে কেরাম ও ধর্মীয় অনুভূতির প্রতি বিশ্বাসীদের ওপর জেল-জুলুম চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছে, কিন্তু অন্যায়-অবিচার করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়—এটি আবারও প্রমাণিত হয়েছে।

সম্মেলনের শেষ অংশে অধ্যাপক পরওয়ার ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের পক্ষ থেকে অধ্যাপক ড. এ. কে. এম. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী প্রার্থী হবেন। এসময় তিনি সবাইকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন লাকসাম পৌর জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

এছাড়াও উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, জামায়াত মনোনীত কুমিল্লা-৯ আসনের প্রার্থী অধ্যাপক ড. এ. কে. এম. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, জেলা সহকারী সেক্রেটারি ডা. আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন প্রমুখ। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ