সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ (৯০) রিয়াদের একটি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র বরাতে জানানো হয়েছে, বাদশাহ বর্তমানে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
খবর গালফ নিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, এই সফরটি মূলত একটি রুটিন চেকআপের অংশ এবং বাদশাহর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের বিশেষ কোনো কারণ নেই। গত মঙ্গলবারও তিনি নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। ২০২৪ সালে ফুসফুসে সংক্রমণের জন্য তিনি দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছিলেন এবং এর আগেও বিভিন্ন সময়ে তার পিত্তথলি ও হৃৎযন্ত্রের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।
উল্লেখ্য, রাজা সালমান ১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুল আজিজ আল সৌদের ২৫তম পুত্র। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কয়েক দশক ধরে রিয়াদের গভর্নরের দায়িত্ব পালন করেছেন এবং রাজপরিবারের একজন অত্যন্ত বিশ্বস্ত ও অভিজ্ঞ পরামর্শদাতা হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি যেমন ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত তেমনি ইসলামী ইতিহাস ও রাজনীতিতে তার গভীর পাণ্ডিত্য রয়েছে।
বাদশাহর অনুপস্থিতিতে বর্তমানে তার পুত্র এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কার্যত দেশ পরিচালনার মূল দায়িত্ব পালন করছেন। রয়্যাল কোর্ট থেকে জানানো হয়েছে যে বাদশাহর পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
আরএইচ/