শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ফরিদপুরে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল ৫টায় ভাঙ্গা উপজেলার পুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে রিক্সা প্রতীকের আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার বাড়িতে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু নাসির আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি সভাপতি মুফতি জাকির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মাওলানা মাসুউদুর রহমান, মাওলানা রাকিব হাসান ওসমান, হাফেজ কারী মাহবুবুর রহমান, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা ত্বলহা, মাওলানা আবু ইউসুফ মৃধা, মাওলানা নুরুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু ইউসুফ খান, মাওলানা মো. মোশাররফ হোসেন, মো. জুবায়ের হোসেন, মাওলানা মো. আল আমিন, আবুল বাশার নাবিল প্রমুখ। 

ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা তার বক্তব্যে বলেন, আমরা সকলেই যার যার জায়গা থেকে কাজ করে যেতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিসের সালাম পৌঁছে দিতে পারলে সাধারণ মানুষের মধ্যে ইসলাম ও খেলাফত নিয়ে যে ভয় ভীতি কাজ করে সেগুলো থাকবে না।

তিনি সকলকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকলকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন।

নৈশ ভোজ মাধ্যমে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠানের সমাপ্ত হয়। 

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ