শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ইসরাইলের গণহত্যা নৃশংসতার সীমা অতিক্রম করেছে: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম স্বার্থবিরোধী বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।  

আজ সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের উদ্যোগে লালবাগ শাহী মসজিদের প্রধান গেইট থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শায়েস্তা খান রোড, লালবাগ চৌরাস্তা মোড়, ঢাকেশ্বরী রোড, আজিমপুর এতিমখানা প্রদক্ষিণ করে ফের লালবাগ শাহী মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে উলামায়ে কেরাম, শিক্ষার্থী, স্থানীয় মুসল্লীসহ নানা  শ্রেণি-পেশার মানুষ একাত্ম হয়ে অংশগ্রহণ করেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আল আকসা আমাদের গর্ব’, ইসরাইলী পণ্য বয়কট করসহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। বক্তব্য রাখেন ইসলামী ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, মুফতী মীর মোঃ হেদায়েতুল্লাহ গাজী, মুফতী মনজুর মুজিব, মুফতী আনিসুর রহমান, মুফতী নাসির উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা মাকসুদুর রহমান, মুফতী শহীদুল আনোয়ার, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আমীর হোসেন, ইসলামী ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জুবায়ের বিন মুহসিন প্রমুখ।  

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ এবং বিধ্বস্ত গাজা ও রাফায় ইসরাইলের গণহত্যা নৃশংসতার সীমা অতিক্রম করেছে। অবিলম্বে গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়া অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে । ইসরাইলের পণ্য বর্জনের পাশাপাশি যেসব দেশ নারকীয় এ গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে।

বক্তারা নিরবতা ভেঙ্গে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ফিলিস্তিনের পক্ষে থাকার আহবান জানান। সমাবেশে ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের নিন্দা জানিয়ে অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিলের আহবান জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ