শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ভারতের ওয়াকফ বিল-২০২৫ বাতিল করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন,গত কয়েক দিন পূর্বে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল-২০২৫ নামে একটি আইন পাশ করা হয়েছে। আমরা মনে করি এই বিল সম্পূর্ণরূপে ভারতের প্রায় ২০ কোটি মুসলমানদের ধর্মীয় অধিকারে অন্যায় হস্তক্ষেপের সামিল এবং তাদেরকে পরিকল্পিত ভাবে কোনঠাসা করে রাখার অপচেষ্টার অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা বাতিল করার জোর দাবী করছি। 

আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এ সব কথা বলেছেন।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, অসাংবিধানিক এই আইন পাশ করার মধ্য দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার মূলত সেখানকার অসংখ্য মসজিদ,মাদ্রাসা, এতীমখানা ও কবরস্থানের ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করে দিতে চায়। কারণ ভারতে প্রায় ১০ লক্ষ একর ওয়াকফ সম্পত্তির অধিকাংশই ব্যবহৃত হয় এ সব কাজে। 

তারা আরো বলেন,বৈষম্যমূলক এই আইনের কুফল হিসেবে ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে ওঠা অগণিত মসজিদ-মাদ্রাসার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে এবং সেখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও প্রবল ঝুঁকি তৈরি করতে পারে, তাই বিজেপি সরকারকে অনতিবিলম্বে এই অসাংবিধানিক আইন বাতিল করার আহ্বান জানাই।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ