শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

এবি পার্টি ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপ, ৮ দফা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশপ্রেমি রাজনৈতিক দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ‘ধারাবাহিক সংলাপের’ অংশ হিসেবে আজ (৫ ফেব্রুয়ারি, বুধবার) ১২টায়  পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে এবি পার্টির সাথে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উভয়দলের সম্মতিতে ৮দফার উপর ঐকমত্য সৃষ্টি হয়। সংলাপে আরও বলা হয়, পতিত ফ্যাসিবাদীদের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না।

উভয় দলের ৮ দফা:

১। আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীদের রুখতে গণ-অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

২। সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন করতে হবে।

৩। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।

৪। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

৫। দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

৬। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা।

৭। ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কালে পরিচালিত গণহত্যা-সহ খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের
নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

উক্ত সংলাপে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ছাড়াও এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) মোহম্মাদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারি প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।

দ্বিপাক্ষিক সংলাপে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ