রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
একদিনে আরও ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত, একজনের মৃত্যু আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু  এবার কোনো হজযাত্রীকে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার চালু করতে আইনি নোটিশ ‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির

‘যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর প্রতিনিধি

যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম-নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না।  

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে শুক্রবার সন্ধ্যায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ আমিরে জামায়াত বলেন, নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে প্রথম মেজর এম এ জলিল তার সঙ্গীদেরকে সাথে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর থেকে। তাই আমরা যশোরকে বিশেষ দৃষ্টিতে দেখি।

বক্তব্য শেষে সম্প্রতি যশোরে সন্ত্রাসী হামলায় নিহত জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলের সন্তানকে কোলে নিয়ে আদর করেন ডা. শফিকুর রহমান।

৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাওয়ার পথে তিনি যশোরে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন- সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ