শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

গাজার শরণার্থীদের আশ্রয় দেবে স্কটল্যান্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার রাতে ফিলিস্তিনের আল আহলি আরব হাসপাতালে দখলদার ইসরায়েল বিমান হামলা করে অন্তত ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এ ঘটনার পর গাজা উপত্যকার শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ।

বুধবার (১৮ অক্টোবর) তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ড এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হাসপাতালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার।

তিনি বলেন, এর জন্য কোন যুক্তি থাকতে পারে না। যাই হোক না কেন মানুষ যদি হাসপাতালে নিরাপদ না থাকে তাহলে যাবে কোথায়। দ্ব্যর্থহীনভাবে জোড়ালো ভাষায় এই হামলার নিন্দা করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে স্কটল্যান্ড ও যুক্তরাজ্য শরণার্থীদের আন্তরিকভাবে গ্রহণ করেছে। সিরিয়া, ইউক্রেন ও অন্যান্য আরও দেশ থেকে যারা এসেছেন আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরা অবশ্যই আবারও তা করবো।

গাজার ১০ লাখের বেশি মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে উল্লেখ করে হামজা ইউসুফ বলেন, আমি বিশ্বব্যাপী গাজাবাসীদের জন্য শরণার্থী কর্মসূচি শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছি।

এছাড়াও গাজায় চিকিৎসা সেবা সংকটের বিষয় অনুধাবন করে বেসামরিক নাগরিকদের চিকিৎসা সহায়তা করার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করেছেন তিনি।

তিনি বলেন, এই ভয়ংকর হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন স্কটল্যান্ড তাদের নিরাপদ আশ্রয় দিতে ইচ্ছুক। এমন পরিস্থিতি মোকাবিলায় স্কটল্যান্ড গাজাবাসীর পাশে থাকতে চায়। আমাদের হাসপাতালগুলো গাজার আহত শিশু-নারী ও পুরুষদের চিকিৎসা সেবা দিবে।

সুত্র:  টিআরটি ওয়ার্ড

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ