মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ময়দা-সয়াবিন-সারের বিনিময়ে মিয়ানমার থেকে আসছে মাদক সৌদি আরবে বার চালু হলেও পাওয়া যাবে না মদ! অনলাইনে যেভাবে এমআরটি বা র‍্যাপিড পাস রিচার্জ করবেন মামদানির অভিষেক কমিটিতে ৯ বাংলাদেশি  আফগানিস্তানে চার বছরে ১৩১৫টি নতুন শিক্ষা ভবন নির্মাণ, সংস্কার ৩৫২৪টি  ‘মব’ ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ অতিষ্ঠ: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন লাখ লাখ ভক্ত-মুরিদকে কাঁদিয়ে তিনি চলে যান এই দিনে বয়ানে ‘কথা কন ঠিক কি না’ এতো জিজ্ঞাসা করতে হয় কেন? আফগানিস্তানের ইসলামি ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র চালাচ্ছে পশ্চিমা শক্তি: মুহাম্মদ খালিদ হানাফি

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাউল আবুল সরকারের মুক্তি নয়, বরং কঠোর শাস্তি চান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

রাশেদ খান লিখেছেন, এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারো নেই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারো নেই।

যারা বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছে, তাদের প্রতি আগে তার বক্তব্য শোনার অনুরোধ করেন এই তরুণ নেতা। তিনি লিখেছেন, সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরে কেউ আর এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ