সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি ‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনে দেশকে আগের অবস্থায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না’ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা করতে হবে: খেলাফত মজলিস এআই (AI) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে অগ্রাধিকার এটি সময়ের দাবি

ইসলামি বইমেলা নিয়ে একটি প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের রশীদ

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা শুরু হচ্ছে। এবারের মেলাকে আন্তর্জাতিক মেলায় রূপদানের চেষ্টা চলছে এবং শোনা গেছে ইতোমধ্যে মিশর বৈরুত ও পাকিস্তান থেকে প্রসিদ্ধ কয়েকটি প্রকাশনী তাদের কিতাবাদি শিপে পাঠিয়ে দিয়েছে। 

বইমেলাকে সফল করার জন্য আমার একটি প্রস্তাবনা: 
সিনিয়র প্রকাশকদের একটি টিম ঢাকার বড় মাদরাসাগুলোতে যাবেন, সাথে যদি কয়েকজন পরিচিত লেখক ও অ্যাকটিভিস্ট থাকেন তাহলে তো আরো ভালো। তারা গিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সাথে বইমেলা নিয়ে মতবিনিময় করবেন এবং অনুরোধ করবেন, যেন মেলা চলাকালীন যেকোনো একটি দিন মাদরাসার সকল ছাত্র-শিক্ষককে বইমেলায় যাওয়ার আম অনুমতি দেন। সেদিন সকলে মেলায় আসবেন, বিভিন্ন দেশি-বিদেশি প্রকাশনীর হাজার হাজার কিতাব ঘুরেফিরে দেখবেন, পছন্দ হলে কিনবেন। 

এতে ছাত্র-শিক্ষকদের যে বিরাট ফায়দা হবে, তা বলার অপেক্ষা রাখে না। বই জিনিসটাই এমন, ছাত্রদের কাছে গুরুত্ব তুলে ধরলে তারা বুঝতে পারে, সংগ্রহ করে, পড়ে। অভিজ্ঞতায় দেখেছি, সুযোগ ও পরিবেশ পেলে ছাত্ররা প্রচুর বই সংগ্রহ করে।

যাদের মধ্যে সংগ্রহের ও পড়ার নেশা গড়ে ওঠে তাদের হৃদয়েই বড় স্বপ্ন আর যুগান্তকারী চিন্তার জন্ম নেয়, তারাই জাতিকে স্বপ্ন দেখায়। আশা করি মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারবেন। 

সেইসাথে বইমেলাও জমজমাট হবে। কিছু মাদরাসা যখন আসা শুরু করবে তাদের দেখাদেখি অন্যরাও আসতে উদ্বুদ্ধ হবে। ইসলামি প্রকাশনার যে জাগরণের আমরা স্বপ্ন দেখছি, সকলকে নিয়েই বাস্তবায়ন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ