বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭


লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে ইসির জরুরি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ এবং ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।

ইসি সানাউল্লাহ স্পষ্ট জানান, নির্বাচনের আগে এসব লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। অস্ত্রের বিশাল একটি অংশ এখনও বাইরে থাকায় নির্বাচনী পরিবেশে নাশকতার ঝুঁকি রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের সময় বহিরাগত হস্তক্ষেপ এবং রোহিঙ্গাদের ব্যবহার করে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে কমিশন। ইসি সানাউল্লাহ বলেন, "নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্ত এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হবে।" কোনোভাবেই যাতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা অস্থিরতা তৈরি না হয়, তা নিশ্চিত করতে বিজিবি ও পুলিশকে সতর্ক করা হয়েছে।

নির্বাচনী সহিংসতা রোধে সারা দেশে নিরাপত্তা জোরদার এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার বলেন, এক এলাকার চিহ্নিত সন্ত্রাসী বা অপরাধীরা যাতে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ের পথ বন্ধ করতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দেন তিনি।

সভায় চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ