বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী ‘ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে’ ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার জামায়াত আমিরের! খালেদা জিয়ার জানাজায় কতসংখ্যক মানুষ অংশ নিয়েছেন?

‘ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা ও দেশীয় সংস্কৃতি রক্ষার আন্দোলনে অল্প সময়ে যে বার্তাটুকু ওসমান হাদি দিয়ে গেছেন, তা ভবিষ্যৎ বাংলাদেশপন্থী ও সুশাসনের রাজনীতির জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, ওসমান হাদির মূল হত্যাকারীকে এখনো গ্রেফতার করা হয়নি এটা জাতির জন্য হতাশার কারণ। তিনি সরকারের প্রতি ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

গত সোমবার (২৯ ডিসেম্বর) খেলাফত মজলিস ইউকে নর্থ শাখা আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বার্মিংহাম আস্টনস্থ ইকবাল ব্যাংকুয়িটিং হল বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় কুরআন তিলাওয়াত করেন তরুণ জুলাই যুদ্ধা নুফায়েজ রাইয়্যান।লিখিত প্রবন্ধ পাঠ করেন সংগঠনের শাখা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, শহীদ হাদি স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন সহ-সভাপতি কবি মুফিদুল গনি মাহতাব ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব এনামুর রহমান, ব্যারিস্টার আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল, মুফতী হাফিজ মঈনুল ইসলাম রায়হান, এডভোকেট মুহাম্মাদ আল ইসলাম, ক্বারী মাওলানা মুহাম্মদ মুনির, মাওলানা দিলাওয়ার হোসাইন, হাফিজ মাওলানা শাহেদ আহমদ, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, জনাব শফিকুল ইসলাম চঞ্চল, জনাব কলিমউল্লাহ বকুল, জনাব কাজী আলা উদ্দীন, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ইউসুফ বিন আকিল, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ ।

সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ