শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ।। ৫ পৌষ ১৪৩২ ।। ২৯ জমাদিউস সানি ১৪৪৭


ঘরে ঘরে ওসমান হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, শহিদ শরীফ ওসমান হাদি যে আধিপত্যবাদবিরোধী চেতনার কথা প্রচার করে জীবন দিয়েছেন সেটি যেন শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকে। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে ধারণ করার মতো এমন আরও ওসমান হাদি আমাদের ঘরে ঘরে প্রয়োজন।

শনিবার (২০ ডিসেম্বর) ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে শায়খ আহমাদুল্লাহ গণমাধ্যমে এসব বলেন। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমি দোয়া করি আল্লাহ তায়ালা ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। এবং সেই সঙ্গে ওসমান হাদির যে প্রেরণা, আদর্শ, চেতনা সেটি যেন এ দেশের বিভিন্ন প্রান্তে যুগ যুগ ধরে, শতাব্দির পর শতাব্দি যেন বেঁচে থাকে, টিকে থাকে, স্বাধীনতা স্বার্বভৌমত্বকে ধারণ করবার মতো তারুণ্য যেন আমাদের আরও উজ্জীবীত করে, আরও অনুপ্রাণিত করে। হাদির জানাজার মধ্যে এতো লক্ষ লক্ষ্য মানুষের উপস্থিতি; আমাদের আরও হাজার হাজার হাদির প্রয়োজন, ঘরে ঘরে হাদির প্রয়োজন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির যে  চেতনা, আদর্শ, সততা, নিষ্ঠা ছিল- সেটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের এ দেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হবে। বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। ওসমান হাদির আদর্শ যেন আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি এবং আমাদের প্রিয় স্বদেশকে, দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ন্যায়বিচার, উন্নতি অগ্রগতির জন্য যার যার জায়গা থেকে প্রত্যেকে যেন শ্রম মেধা, জীবন যৌবন সব যেন কুরবান করতে পারি, সেই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি, এটি হলো আমাদের একমাত্র চাওয়া।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ