শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ।। ৫ পৌষ ১৪৩২ ।। ২৯ জমাদিউস সানি ১৪৪৭


মধ্যপ্রাচ্যে রজব মাস শুরু, রমজানের বাকি আর দুই মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) এসব দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা করা হবে। এর মধ্য দিয়ে শুরু হলো পবিত্র রমজানের কাউন্টডাউন। আর মাত্র দুই মাস বাকি রমজানে।

ইসলামে এই রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তায়ালা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেই ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাসের মধ্যে অন্যতম রজব মাস। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং পুরো রজব মাসজুড়ে বরকতের দোয়া পড়তেন।

এদিকে রজব এবং শা'বান উভয় মাসই তাদের স্বাভাবিক নিয়ম অনুসারে ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়, তাহলে রমজান মাস প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশের আকাশে চাঁদ একদিন পর দেখা যায়। ফলে রমজান মাস শুরু ও ঈদুল ফিতর পালনের তারিখও একদিন পিছিয়ে যায়। এক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হবে ১৯ ফেব্রুয়ারি। সূত্র: গালফ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ