ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এক বিবৃতিতে বলা হয়, শরীফ ওসমান হাদি ছিলেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। তাঁর প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন প্রতিবাদ, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার এক উজ্জ্বল প্রতীক। ন্যায়সংগত অধিকার ও জনস্বার্থে তাঁর ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে বিশ্বাস করে, ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। শহীদ শরীফ উসমান হাদির কণ্ঠ স্তব্ধ করে কোনো অপচেষ্টাই সফল হবে না।
বিবৃতিতে বলা হয়, এই শোকের মুহূর্তে আমরা সবাইকে ধৈর্য, সংযম ও দূরদর্শিতার সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। অপপ্রচার ও গুজব পরিহার করে ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল থাকাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
আমরা মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের রুহের মাগফিরাত, মর্যাদা বৃদ্ধি ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য ধৈর্য ও সান্ত্বনা প্রার্থনা করছি।
শোক বিবৃতিতে স্বাক্ষর করেন—
মাওলানা শায়খ আসগর হুসাইন – প্রধান উপদেষ্টা
ড. মাওলানা শুয়াইব আহমদ – সভাপতি
মুফতি আব্দুল মুনতাকিম – সিনিয়র সহ-সভাপতি
হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ – সহ-সভাপতি
মাওলানা ফখরুদ্দিন ছাদিক
মাওলানা আমিনুল ইসলাম
হাফিজ সৈয়দ তামীম আহমদ
হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী
মাওলানা আশফাকুর রহমান
মাওলানা সৈয়দ নাঈম আহমদ – জেনারেল সেক্রেটারি
মাওলানা শামছুল আলম কিয়ামপুরী – সাংগঠনিক সম্পাদক
হাফিজ মাওলানা ইলিয়াছ – জয়েন্ট সেক্রেটারি
মুফতি শাহ হিফজুল করীম মাশুক
মাওলানা আখতারুজ্জামান
মুফতি সৈয়দ রিয়াজ আহমদ – সহ-সেক্রেটারি
হাফিজ জিয়া উদ্দিন
মাওলানা নাজমুল হাসান – সহ-সাংগঠনিক সম্পাদক
হাফিজ মাওলানা মাছুম আহমদ
মাওলানা মঈন উদ্দিন খান
মাওলানা আব্দুল গাফফার
হাফিজ রশীদ আহমদ – ট্রেজারার
মাওলানা ওলীউর রহমান – প্রশিক্ষণ সম্পাদক
মাওলানা খালেদ আহমদ – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
মাওলানা শামছুল ইসলাম – প্রচার সম্পাদক
হাফিজ মাওলানা আব্দুল হাই – সহ-প্রচার সম্পাদক
আরিফুল ইসলাম – মিডিয়া সেক্রেটারি
আরএইচ/