বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়- ধর্ম উপদেষ্টান ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’ আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন, ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ‘ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ; ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী’ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট নির্বাচনি প্রচারে সকল টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ

‘ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ; ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে অনুমতির শর্ত আরোপ করাকে আমরা ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ এবং দেশের প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের ওপর চাপ হিসেবে দেখছি।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

তিনি বলেন, শত শত বছর ধরে ওয়াজ মাহফিল, ইজতেমা ও দোয়া মাহফিল  ইত্যাদি বাংলাদেশে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী চলে আসছে। এই মাহফিলের মাধ্যমেই গ্রামবাংলার সাধারণ মানুষ ইসলামি জ্ঞান ও সচেতনতা লাভ করে এবং বহু মাদরাসা, এতিমখানা সারা বছরের জন্য এই সময়টাতেই কিছুটা আর্থিক সহায়তা পেয়ে থাকে।

তিনি আরো বলেন,নির্বাচনের অজুহাতে মাহফিল আয়োজনে অনুমতি নেওয়ার প্রক্রিয়া জটিল করা হলে গ্রাম গঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়াবে এবং ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,ধর্মীয় অনুষ্ঠান ও মাহফিলকে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে না দেখে ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষতা বজায় রাখুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ