আগামী বছরের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে হজের খরচ কমবে বলে মনে করছে রাজস্ব বিভাগ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর।
অবিলম্বে এই সুবিধা কার্যকর হবে ও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা থাকবে বলে জানিয়েছে এনবিআর। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছে।
এনএইচ/