সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭


হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তওবার রাজনীতির প্রবর্তক মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর নামে একটি রাস্তার নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রাজধানীর উত্তরার কসাইবাড়ী থেকে কাচকুড়া বাজার পর্যন্ত রাস্তাটি সরকারিভাবে ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ নামে ঘোষিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ রাস্তাটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হাফেজ্জী হুজুরের নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, শাইখুল হাদিস মাওলানা আজিমুদ্দিন, শাইখুল হাদিস মাওলানা ইউসুফ সাদেক হক্কানী,  মুফতি সুলতান মহিউদ্দিন ও মুফতি আবুল হাসান কাসেমী।

প্রসঙ্গত, রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার সড়কটি ‘মাওলানা মুহাম্মদুলাহ হাফেজ্জী হুজুর’ নামে নামকরণ করা হয়েছিল। তবে ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই নাম বাতিল করে দেয়। এটি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয় নানা মহল থেকে। আন্দোলন কর্মসূচিও পালিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ