রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘ঘটতে পারে চমকে দেওয়ার মতো ব্যাপার’, আশাবাদী মুহিব খান ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব, পদ হারালেন জামায়াত নেতা বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু শিগগির: ধর্ম উপদেষ্টা ইরানে সামরিক মহড়ায় একসঙ্গে ভারত-পাকিস্তানের সেনারা গাজা শান্তি পরিকল্পনা দ্রুত এগিয়ে নিতে কাজ করছে তুরস্ক: ফিদান অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক সহায়তা করবে নৌ বাহিনী গুম-নির্যাতনে মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি চলছে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

গুমের মামলা : ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিগত সরকারের দীর্ঘ শাসনামলে 'আয়নাঘরে গুম-নির্যাতন'-এর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন কর্মরত সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে পুলিশ তাদের ট্রাইব্যুনাল-১ এ নিয়ে আসে। তবে তাদের বহনকারী 'বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান'-এর ছাদ ফ্লাইওভারে ওঠার সময় ভেঙে পড়ার একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে।

হাজির করা তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান মোট ১৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

এই মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ডিজিএফআই প্রধান ও অন্যান্য সামরিক কর্মকর্তা।

এর আগে গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন কর্মকর্তাকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ৮ অক্টোবর প্রসিকিউশন মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগ গঠনের শুনানির জন্য গত ২৩ নভেম্বর আজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ