বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৭


খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহযোগিতায় যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন আজ (বুধবার)।

এর মধ্যে সকালে যুক্তরাজ্যের চিকিৎসক দল এবং সন্ধ্যায় চীনের চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন।

একইদিন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বুধবার সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসবেন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তাকে হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

সাবেক এই প্রধানমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত। তার ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও বিএনপি। সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এছাড়া বেগম জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন জামায়াত-এনসিপিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারাও।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর প্রধান। তারা চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দেশে ফেরেন ৬ মে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। বর্তমানে সেখানেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ