শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ।। ২৪ আশ্বিন ১৪৩২ ।। ১৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :

জ্বালানি সংকট মোকাবেলায় নানামুখি উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসনে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনতে ৫০টি নতুন কূপ খনন ও ১০০টি কূপে ওয়ার্কওভার কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ব্লকে অনুসন্ধান কার্যক্রম বেশ জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে বাপেক্স জামালপুর–১ কূপ খননের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ব্লক–৮–এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পেয়েছে। ওই এলাকায় গ্যাসের মজুত ও বিস্তৃতি মূল্যায়নে আরও দুটি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে কূপ খননের সময় জ্বালানি তেলের উপস্থিতি দেখা দিয়েছে। ওই এলাকায় তেল উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে সিলেট–১২ তেল কূপ খনন চলছে।

ভোলার গ্যাস মজুত জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করতে ভোলা–বরিশাল ও ভোলা–খুলনা পাইপলাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে। সেখানে আরও ১৯টি নতুন কূপ খননের কাজও হাতে নেওয়া হয়েছে।

বিজিএফসিএলের আওতায় তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে এবং বাপেক্সের আওতায় শ্রীকাইল ও মোবারকপুর এলাকায় চারটি গভীর কূপ খননের কাজ চলছে। পাশাপাশি নতুন কূপের অবস্থান চিহ্নিত করতে সাইসমিক জরিপ ও তথ্য বিশ্লেষণ অব্যাহত রয়েছে।

খনন কার্যক্রম দ্রুত সম্পন্নে বর্তমানে বাপেক্সের পাঁচটি নিজস্ব ও দুটি চুক্তিভিত্তিক রিগ কাজ করছে। আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ