বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে পবিত্র কোরআনকে অবমাননাকারী শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিশ্বাবাসীকে পথপ্রদর্শনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। এই ধরনের ধৃষ্টতাকারীকে প্রশাসন ইতিমধ্যে গ্রেফতার করলেও আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তারা বলেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে প্রথম দিকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে এই জঘন্য কর্মকাণ্ডের দায় থেকে তাকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা উক্ত ঘটনায় চরম ধৈর্য্যরে পরিচয় দিলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

খেলাফত মজলিসের আমির ও মহাসচিব বলেন, বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ দেশে দেখা যাচ্ছে, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ভক্তির জায়গার উপর বারবার আঘাত হানা হচ্ছে। একশ্রেণি ইসলাম বিদ্বেষীদের এসব উস্কানীমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনো মেনে নিতে পারে না। এসব ক্ষেত্রে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উস্কানীদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধ নির্মূলে প্রয়োজনে আরো কঠোর আইন তৈরি করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ