শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক বলেছেন, এবতেদায়ি স্তরে মিড ডে মিল ও উপবৃত্তি চালু করা হবে। পাশাপাশি এ বছর থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মাদ্রাসায় ইতিমধ্যে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় শিক্ষা শাখাও চালু করা হবে। মাদ্রাসা প্রতিষ্ঠার শর্ত ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে যাতে দ্বীনি শিক্ষার প্রসার ঘটে।

চেয়ারম্যান বলেন, “যোগ্য আলেম তৈরির জন্য সিলেবাসের যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চাই মাদ্রাসার মৌলিক শিক্ষা আগের অবস্থায় ফিরে যাক, যাতে প্রকৃত আলেম তৈরি হয়।”

তিনি আরও উল্লেখ করেন, মাদ্রাসা শিক্ষিতদের অন্তরে আল্লাহর ওহি ও রাসুলের সুন্নাহর জ্ঞান থাকে। তারা মানবিক, শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক। কখনো তারা অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হননি। এর প্রমাণ— দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার হলেও কোনো আলেম বা মাদ্রাসাশিক্ষিত ব্যক্তি এর সঙ্গে জড়িত ছিলেন না।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অতীতে তাদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, সামাজিকভাবে হেয় করা হয়েছে। ভালো ফল করার পরও কেবল মাদ্রাসার সার্টিফিকেট দেখে ভাইভা পরীক্ষায় বাদ দেওয়া হয়েছে। “সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ, কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (বাংলা) কাজী হাবিবুর রহমান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ