শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

তথ্য উপদেষ্টার সঙ্গে ইউকে জমিয়ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ১২ সেপ্টেম্বর লন্ডন সফরে এসেছেন। এ উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সর্বস্তরের কমিউনিটি নেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।

সভায় বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতাদের সম্মানিত অতিথি হিসেবে গুরুত্ব সহকারে আমন্ত্রণ জানানো হয়। অন্যান্য কমিউনিটি নেতাদের সাথে ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ অতিথি হিসেবে যোগদান করেন।

সভায় দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, সুনামগঞ্জে জমিয়ত নেতা, সদ্য মজলুম শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীকে কিছুদিন আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। উপদেষ্টা মহোদয়ের এ বিষয়ে জরুরি ভিত্তিতে আশু দৃষ্টি কামনা করেন তিনি।

মাওলানা শুয়াইব আহমদ তাঁর বক্তব্যে আরো বলেন, সরকার ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এখনো ফ্যাসিবাদের জীবাণু বিদ্যমান রয়েছে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত একটি বাংলাদেশের ভবিষ্যৎ আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি এ উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারে, তবেই জুলাই বিপ্লব সফলতা অর্জনে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফলপ্রসূ অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চলেছে। হাসিনার দেশ ও জনগণ বিরোধী প্রতিটি ধ্বংসাত্মক পদক্ষেপের বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও জাতির কল্যাণে অনেক প্রশংসনীয়  উদ্যোগ গ্রহণ করেছে, যার ধারাবাহিকতা অব্যাহত রাখা পরবর্তী নির্বাচিত সরকার গুলোর উপর আরোপিত দায়িত্ব।

উপদেষ্টা মাহফুজ আলম জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের অর্জন যাতে কোন দিন ম্লান না হয়, সে দিকে লক্ষ্য রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ