জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই মূহুর্তে দেশে এ রকম হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই নিরপেক্ষ আচরণ করতে হবে।
আজ রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন।
তিনি উক্ত বিবৃতিতে আরো বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দেশে এই মূহুর্তে কোন প্রকার অরাজক পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে নতুন নতুন ইস্যু সৃষ্টির জন্য নয়।একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আসার নেপথ্যে কারা পরিকল্পনা করছেন তাও দেশবাসীর নিকট স্পষ্ট করার দাবি জানান তিনি।
আরএইচ/