বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নতুন নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া প্রণয়ন শেষ হয়েছে এবং অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ সামলাতে ইতোমধ্যে দুটি নতুন কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া কার্যকর তদারকি নিশ্চিত করতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি আলাদা বিভাগ করা হয়েছে বলেও জানান তিনি।

পলাতক আসামিদের প্রসঙ্গে আইজি প্রিজন জানান, এখনো প্রায় ৭০০ আসামি—এর মধ্যে জঙ্গিরাও রয়েছে—পলাতক রয়েছে। আর লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে, ইতোমধ্যে ২৮টি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং তথ্যদাতাদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, কারা অধিদপ্তর মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে এবং বন্দিদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ