সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০ হিজাব ও দাড়ির কারণে শাস্তি, ইসলামী ছাত্রসমাজের নিন্দা নিজ দেশে ফেরার আকুতি, মর্যাদা নিয়ে বাঁচতে চান রোহিঙ্গা শরণার্থীরা ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬ জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পাঁচজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং জেরা শেষ হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে সকাল ১১টা ২৫ মিনিট থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলে। অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সাক্ষ্য দেন—জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক ডা. খায়ের আহমেদ চৌধুরী, একই হাসপাতালের রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, শহীদ মারুফ হোসেনের বাবা মোহাম্মদ ইদ্রিস, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আমেনা আক্তার এবং শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা হোসনে আরা বেগম।

তারা জবানবন্দিতে শেখ হাসিনা, কামাল ও মামুনসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন। পরে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন। এ পর্যন্ত মোট ২৪ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সহযোগিতা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট সপ্তম দিনে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের দুই কর্মকর্তা ও এক সাংবাদিকসহ তিনজন সাক্ষ্য দেন। এর আগে পর্যায়ক্রমে বিভিন্ন দিনে শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি ছিলেন। তবে তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের প্রমাণস্বরূপ ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন, যেখানে শহীদদের তালিকা, জব্দতালিকা, তথ্যসূত্র ও প্রমাণাদি সংযুক্ত রয়েছে। মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।

পরবর্তী সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ