বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

আতর শুকিয়ে মাদরাসা ছাত্রকে অপহরণ, অভিযুক্ত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের অভয়নগরে সুগন্ধি আতর শুকিয়ে মাদরাসা ছাত্র অপহরণের ঘটনায় মাসুম বিল্লাহ (৩২) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। অপহৃত মাদরাসা ছাত্র আবিদ হাসানকে (১৫) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) দুপুরে ওই ছাত্রের বাবা আল আমিন শেখ বাদী হয়ে মাসুম বিল্লাহর (৩২) বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছেন।

আটক মাসুম বিল্লাহ যশোরের কেশবপুর উপজেলার বাইশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। মাদরাসা ছাত্র আবিদ হাসান অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। তিনি উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট গ্রামে ‘জামিয়া আসফাক উদ্দিন আল ইসলামিয়া মাদরাসার হিফজখানার ছাত্র।

আবিদ হাসান সাংবাদিকদের বলেন, শনিবার (২৩ আগস্ট) দুপুরের খাবার শেষে মাদরাসার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় আটক ব্যক্তি (মাসুম বিল্লাহ) তার কাছে এসে ডান হাতে সুগন্ধি আতর লাগিয়ে শুকতে বলেন। এরপর ঘুমের ঘোর এলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভৈরব নদী পার করে একটি ইজিবাইকযোগে তাকে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদের সামনে নিয়ে যান। বিকাল সাড়ে ৫টার দিকে আবিদের জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় মুসল্লিরা এগিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমাদের দুজনকে থানায় নিয়ে যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, মাদরাসাছাত্র আবিদ হাসান অপহরণের অভিযোগে মাসুম বিল্লাহ নামে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ