বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনায় এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে ইসহাক দার দাবি করেন, অমীমাংসিত ইস্যুগুলো ইতোমধ্যে দু’বার নিষ্পত্তি হয়েছে—প্রথমবার ১৯৭৪ সালে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরের সময়। তার ভাষায়, “একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে সমাধান হয়েছে।”

তবে পাকিস্তানি মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “অবশ্যই একমত না। ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে এবং এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ রাজি হয়েছে।”

তৌহিদ হোসেন আরও বলেন, “৫৪ বছরের সমস্যার সমাধান একদিনের বৈঠকে সম্ভব নয়। ১২-১৩ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাও দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়। এখানে কেবল উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে।”

তিনি নিশ্চিত করে বলেন, একটি বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে—দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে হলে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান জরুরি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ