রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জুলাই শহীদদের অপমানের প্রতিবাদে ঢাবিতে ফজলুর কুশপুত্তলিকা দাহ

৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনায় এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে ইসহাক দার দাবি করেন, অমীমাংসিত ইস্যুগুলো ইতোমধ্যে দু’বার নিষ্পত্তি হয়েছে—প্রথমবার ১৯৭৪ সালে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরের সময়। তার ভাষায়, “একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে সমাধান হয়েছে।”

তবে পাকিস্তানি মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “অবশ্যই একমত না। ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে এবং এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ রাজি হয়েছে।”

তৌহিদ হোসেন আরও বলেন, “৫৪ বছরের সমস্যার সমাধান একদিনের বৈঠকে সম্ভব নয়। ১২-১৩ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাও দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়। এখানে কেবল উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে।”

তিনি নিশ্চিত করে বলেন, একটি বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে—দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে হলে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান জরুরি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ