বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

ড. সরোয়ার ও মাহতাবকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে: জাতীয় শিক্ষক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাও এবিএম জাকারিয়া বলেেছেন, ড. সরোয়ার হোসেন এবং লেকচারার আসিফ মাহতাব জুলাই যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাত্র-জনতার পক্ষে লড়াই করেছেন।

সমাজ বিধ্বংসী ঘৃণিত ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে তারা জনগণকে সচেতন করছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আসিফ মাহতাব স্যার জেলও খেটেছেন অথচ তাঁদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অনতিবিলম্বে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং এর পেছনে আর কেউ আছে কিনা তা তদন্ত করতে হবে। একই সাথে তাঁদেরকে নিরাপত্তা দিতে হবে।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেল ৩ টায় জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে "ড.সরোয়ার হোসাইন ও লেকচারার আসিফ মাহতাবকে হত্যার হুমকির প্রতিবাদ এবং পতিত সরকার প্রণীত শিক্ষা আইন-২০১৬ নামেমাত্র সংস্কার করে পুনরায় চালু করার প্রচেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে ' আওয়ামী আমলে প্রণীত শিক্ষা আইন-২০১৬' নামেমাত্র সংস্কার করে বাস্তবায়ন এর প্রচেষ্টা  না চালানোর আহ্বান জানানো হয়।

সেই সাথে নতুন সংস্কার কমিশন গঠন করে  দেশপ্রেমিক, ধর্মপ্রাণ  শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা আইন, শিক্ষা কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আমির হোসাইন, স্কুল বিষয়ক সম্পাদক প্রভাষক সুলতানা আহমেদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আলতাফ হোসেন গাজী, দপ্তর সম্পাদক প্রভাষক আবু তাহেরসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ