বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম: জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাকে জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আবদুল মালেক বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করছে। এটি ছাত্রদের ওপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করছে। এটাও অন্যায়, এটাও জুলুম।’

এ সময় তিনি নারী-পুরুষসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান।

জাতীয় মসজিদের খতিব বলেন, আজকের আলোচনায় নারীর অধিকার, মর্যাদা বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার, সম্মান ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। এটাই ইসলামের শিক্ষা। 

তিনি বলেন, আমাদের সমাজে এখন অধিকারের আলোচনা হয় একপাক্ষিক। এর ফলে অধিকার প্রদানের যে ভারসাম্য তা রক্ষা হয় না। এটা কাম্য নয়। ইসলামের শিক্ষা হলো, সকল পক্ষকেই তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। কেবল শ্রমিক নয়, মালিকও অধিকার পাবে। কেবল নারী নয়, পুরুষও তার অধিকার পাবে। এছাড়াও ইনসাফ একটি শতভাগ ইসলামী সংস্থা। তাই অমুসলিমরাও তাদের শতভাগ অধিকার এখান থেকে বুঝে পাবে।

সংগঠনের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, মেজর জেনারেল (অব.) সাঈদ মাসুদ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মুফতি কেফায়েতুল্লাহ, মাহমুদুল হাসান সোহাগ ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা দেশ-জাতি ও রাষ্ট্রে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটির প্রতি নানামুখী দিকনির্দেশনা দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ