শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন না করলে রাজনীতিতে ভবিষ্যৎ নেই: আমির খসরু

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম: জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাকে জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আবদুল মালেক বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করছে। এটি ছাত্রদের ওপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করছে। এটাও অন্যায়, এটাও জুলুম।’

এ সময় তিনি নারী-পুরুষসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান।

জাতীয় মসজিদের খতিব বলেন, আজকের আলোচনায় নারীর অধিকার, মর্যাদা বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার, সম্মান ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। এটাই ইসলামের শিক্ষা। 

তিনি বলেন, আমাদের সমাজে এখন অধিকারের আলোচনা হয় একপাক্ষিক। এর ফলে অধিকার প্রদানের যে ভারসাম্য তা রক্ষা হয় না। এটা কাম্য নয়। ইসলামের শিক্ষা হলো, সকল পক্ষকেই তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। কেবল শ্রমিক নয়, মালিকও অধিকার পাবে। কেবল নারী নয়, পুরুষও তার অধিকার পাবে। এছাড়াও ইনসাফ একটি শতভাগ ইসলামী সংস্থা। তাই অমুসলিমরাও তাদের শতভাগ অধিকার এখান থেকে বুঝে পাবে।

সংগঠনের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, মেজর জেনারেল (অব.) সাঈদ মাসুদ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মুফতি কেফায়েতুল্লাহ, মাহমুদুল হাসান সোহাগ ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা দেশ-জাতি ও রাষ্ট্রে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটির প্রতি নানামুখী দিকনির্দেশনা দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ