মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না। এজন্য যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। গত শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গলফ ফেডারেশনের অ্যাডহক কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাঈদ সিদ্দিকি। এ ছাড়া সিনিয়র সহসভাপতি লে. জেনারেল মো. শাহিনুল হক, সহসভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী, সহসভাপতি হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক কর্নেল সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহিন মনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন, আরশি হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল আনিসউজ্জামান খান, মেজবাহ্-উল-হক, প্রফেসর শাহিন মাহবুবা হক, মো. জহিরুল ইসলাম, স্কোয়াড্রন লিডার (অব.) মো. দিদারুল ইসলাম, সারেক রহিম, লে. কমান্ডার (অব.) কামার আলম, কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান, মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী।

সেনাপ্রধান বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন নতুন সংবিধান ও নির্বাচন গলফ ফেডারেশনকে আরও দায়িত্বশীল ও অংশীদারিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবে। গলফ খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ