বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না। এজন্য যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। গত শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গলফ ফেডারেশনের অ্যাডহক কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাঈদ সিদ্দিকি। এ ছাড়া সিনিয়র সহসভাপতি লে. জেনারেল মো. শাহিনুল হক, সহসভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী, সহসভাপতি হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক কর্নেল সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহিন মনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন, আরশি হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল আনিসউজ্জামান খান, মেজবাহ্-উল-হক, প্রফেসর শাহিন মাহবুবা হক, মো. জহিরুল ইসলাম, স্কোয়াড্রন লিডার (অব.) মো. দিদারুল ইসলাম, সারেক রহিম, লে. কমান্ডার (অব.) কামার আলম, কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান, মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী।

সেনাপ্রধান বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন নতুন সংবিধান ও নির্বাচন গলফ ফেডারেশনকে আরও দায়িত্বশীল ও অংশীদারিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবে। গলফ খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ