যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন, তাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শুধু আমার, মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের নামই বেশি শোনা যায়। কিন্তু সরকারের আরও অনেকেই আছেন, যাদের পূর্বে রাজনৈতিক পরিচয় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও রাজনীতি বা নির্বাচন করবেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।”
আসিফ মাহমুদ আরও বলেন, “আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করব কিনা এখনো ঠিক হয়নি। পদত্যাগের পর এনসিপিতে যোগ দেব কি না, তাও এখনও নির্ধারণ করিনি।”
এমএইচ/