বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

রাতভর অভিযানে সাদাপাথরে ফেরানো হলো ১২ হাজার ঘনফুট জব্দকৃত পাথর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন ও যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে। পরে জব্দকৃত পাথর নৌকা ব্যবহার করে ধলাই নদীর সাদাপাথর এলাকায় ফের বিছিয়ে দেওয়া হয়।

এছাড়া, পাথর পরিবহনকারী সন্দেহে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক থেকে ৭০টি ট্রাক আটক রাখা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার নিশ্চিত করেছেন, বুধবার রাত ১২টার পর থেকে সিলেট নগরী ও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

তিনি জানান, সাদা পাথর ও ধলাই নদীর বিভিন্ন স্থানে জব্দকৃত পাথর ছড়িয়ে দেওয়ার কাজ হয়েছে এবং বৃহস্পতিবার জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুনরায় অভিযান চলবে। অভিযান চলাকালীন যৌথবাহিনী এবং পুলিশ চেকপোস্ট বসিয়ে ট্রাক আটকিয়ে পাথর জব্দ করেছে।

এর আগে, জেলা প্রশাসন সাদা পাথর রক্ষায় জরুরি সমন্বয় সভায় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছিল—
১. জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথরে ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন,
২. কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে সার্বক্ষণিক চেকপোস্ট স্থাপন,
৩. অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা,
৪. পাথর চুরিতে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা,
৫. চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেওয়া।

সাদাপাথর লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনও (দুদক) এলাকায় পরিদর্শন করেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ