বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

মালয়েশিয়ানদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে আরও ব্যবসাবান্ধব করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক ব্যবসা ফোরামে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তবে পরিবর্তিত বাংলাদেশে উন্নয়নের সুযোগ বেড়েছে, যার অন্যতম ক্ষেত্র হচ্ছে বিনিয়োগ। “আমরা বাংলাদেশকে সর্বোচ্চভাবে ব্যবসাবান্ধব করতে কাজ করছি এবং এখানে অসীম সম্ভাবনা রয়েছে,” যোগ করেন তিনি।

বাংলাদেশকে তরুণ ও সৃজনশীল মানুষের দেশ হিসেবে উল্লেখ করে তিনি প্রবাসী তরুণ বাংলাদেশিদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। তার মতে, বহু দেশে থাকা প্রবাসী তরুণদের হৃদয়ে সবসময়ই দেশের জন্য কিছু করার ইচ্ছা জাগ্রত থাকে।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কর্মসূচির শুরুতে বিআইডিএ ও বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও বিনিয়োগে শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন।

ফোরামে আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সোদ বাংলাদেশে কোম্পানিটির ২৮ বছরের সফলতা ও অংশীদারত্বের অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পেট্রোনাস প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, খাজানাহ ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফেইসাল ওয়ান জাহির, সাইম ডার্বি প্লান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন, ফেলদা গ্লোবাল ভেঞ্চারস (এফজিভি), প্রোটন হোল্ডিংস এবং টপ গ্লাভ কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

ব্যবসায়িক এই আয়োজনের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ