রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে। ছেলে-মেয়ে এবং নারী-পুরুষের জন্য পৃথক বুথের ব্যবস্থাও থাকবে।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অন ক্যামেরা থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা জেলা ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অন ক্যামেরা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছে।”

একটি বিশেষ দল বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ড দখল করে রেখেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ