রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ আগস্ট (শনিবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর আয়োজনে মেলা চলবে ১৬ আগস্ট (সোমবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, ২০২৬ সালের হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল, হয়রানিমুক্ত ও মানসম্পন্ন করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অনুমোদিত এজেন্সি যদি হয়রানিতে জড়ায়, তবে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় কঠোর ব্যবস্থা এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, অসাধু ও অবৈধ এজেন্সির প্রলোভনে প্রতারণার শিকার হওয়া রোধে স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থার অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মেলায় প্রায় ১৫০টি অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি অংশ নেবে, যারা হাজি ও ওমরাহ যাত্রীদের জন্য বিভিন্ন প্যাকেজ, তথ্যসেবা, টিকিট বুকিং, অর্থ লেনদেনসহ ভ্রমণ-সম্পর্কিত সহায়তা দেবে। ব্যাংক ও এয়ারলাইনসের প্রতিনিধিরাও现场 উপস্থিত থাকবেন।
হাবের সহসভাপতি শামীম সাঈদী জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে শুরু থেকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে বিগত বছরের মতো শেষ মুহূর্তে টিকিট জটিলতা না হয়।
এসএকে/