মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭


জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৩৬ কোটি ৮০ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি জুলাই মাসের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৯ লাখ ডলার। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ।
 
এ ছাড়া গত ৩০ জুলাই এক দিনে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২০ লাখ ডলার।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ