সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

জাতীয় শিক্ষাক্রম নিয়ে বিশিষ্ট আলেমদের বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

'জাতীয় শিক্ষাক্রমে ইসলামি শিক্ষা বাস্তবায়নে করণীয়’ বিষয়ে সোমবার (২৮ জুলাই) ঢাকার মোহাম্মাদপুরে একটি মিলনায়তনে বিশিষ্ট আলেমদের একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠকে নির্ধারিত বিষয়ের ওপরে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং নিম্নল্লিখিত বিষয়গুলোর ওপর কর্মপন্থা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
১. প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণি থেকে কুরআন শিক্ষার আয়োজন।
২. সকল শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের জন্য স্থান বরাদ্দ ও ধর্মশিক্ষককে ইমাম নিয়োগ।
৩. প্রাইমারি ও হাইস্কুলে জেনারেল ও আলিয়া মাদরাসার পাশাপাশি কওমির দাওরায়ে হাদিসের সনদে শিক্ষক নিয়োগ হওয়ার সুযোগ সৃষ্টি।
৪. জাতীয় শিক্ষক নিয়োগ বোর্ডে ইসলামি দৃষ্টিকোণ বিবেচনার জন‍্য জাতীয় মসজিদের খতিব, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান, ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ও আল-হাইআতুল উলয়ার চেয়ারম‍্যান/প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

এই দাবিগুলো পূরণে কর্মকৌশল ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় উলামায়ে কেরাম একমত হন। প্রাথমিকভাবে সেমিনারের মাধ্যমে দাবিগুলো উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভায় সেমিনার বাস্তবায়নে কমিটি করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদ উল্লাহ, মুফতী কাজী ইব্রাহীম, মাওলানা হারুন আজীজ নদভী, মুফতী জসীম উদ্দিন রাহমানী, মুফতী মুনির কাসেমী, মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতী হারুন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আহমদ রফিক, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,মুফতী রেজাউল করিম আবরার, মুফতী আমির হামজা, ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম,মাওলানা আবুল হাসানাত জালালাবাদীসহ নেতৃস্থানীয় অনেক উলামায়ে কেরাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ