মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ।। ১৪ শ্রাবণ ১৪৩২ ।। ৪ সফর ১৪৪৭


জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন: আলী রিয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, কমিশন ইতোমধ্যে জুলাই সনদের একটি খসড়া দেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এই খসড়ায় সনদের পটভূমি, কমিশনের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) কমিশনের চলমান রাজনৈতিক সংলাপের সময় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া ও তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, “এখন পর্যন্ত যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোই খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে আলোচনাধীন বিষয়গুলো পরবর্তীতে সমন্বিতভাবে খসড়ায় যোগ করা হবে।”

তিনি জানান, রাজনৈতিক দলগুলোকে ৩০ জুলাই বুধবার দুপুর ১২টার মধ্যে খসড়ার ব্যাপারে তাদের সুপারিশ, মতামত বা কোনো পরিবর্তনের প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আজকের আলোচনায় প্রধানত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো সরকারি কর্মকমিশন (পিএসসি), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), দুর্নীতি দমন কমিশন (দুদক), এবং ন্যায়পাল নিয়োগ; আর অন্যটি সংসদে নারীর প্রতিনিধিত্ব। তবে দ্বিতীয় বিষয়ের ওপর আলোচনা শুরু করা সম্ভব হয়নি।

অধ্যাপক আলী আরও জানান, সরকারি কর্ম কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে, তবে বিএনপি এবং কয়েকটি দল নিয়োগ বিধি আইন প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, "নিয়োগ প্রক্রিয়া কিভাবে নির্ধারণ হবে, সে বিষয়ে ভিন্নমত থাকলেও পিএসসিকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে সকল দলের মধ্যে একমত হয়েছে।"

দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব সমর্থন করলেও বিএনপি এবং কিছু দল এর বিপরীতে অবস্থান নিয়েছে। তবে সংশোধনী নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

বৈঠকের এক পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় কিছু সময়ের জন্য আলোচনা স্থগিত করা হয়। এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে অধ্যাপক আলী বলেন, "জাতীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা একাডেমির দায়িত্ব ছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং রেক্টরের সঙ্গে বৈঠক করে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।"

তিনি আরও জানান, রেক্টর ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন এবং প্রতিবেদন শিগগিরই প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

সন্ধ্যায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত একটি নতুন প্রস্তাব মৌখিকভাবে উপস্থাপন করা হয়। তারা র্যাংক চয়েস পদ্ধতি মেনে নিতে আগ্রহ দেখালেও, সেটি গোপন ব্যালটের পরিবর্তে ওপেন ব্যালটে করার প্রস্তাব দিয়েছেন।

অধ্যাপক আলী বলেন, “এখন পর্যন্ত সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা নিয়ে একমত, তবে নিয়োগ কমিটির সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়ে গেছে। বিএনপি এখনও পুরোপুরি এই প্রস্তাব মেনে নেয়নি, তবে আমরা আশাবাদী যে আগামীকাল সকাল নাগাদ একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”

আজকের বৈঠকে সময় সঙ্কটের কারণে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। তবে আগামী দুই দিনের মধ্যে এ বিষয়ে আলোচনা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেষে অধ্যাপক আলী সাংবাদিকদের এবং অংশগ্রহণকারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, “আমরা চাই সবাই মিলে নিরাপদ ও সফলভাবে এই ঐতিহাসিক প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে পারি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ