রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
আজ ‘একুশের রাতে’ অতিথি ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার তারিক সৌদির ২৪৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হবে ৮ মসজিদ ইসলামি শক্তিকে ক্ষমতায় নিলে মানুষ শান্তিতে থাকবে: পীর সাহেব চরমোনাই শাপলা স্মৃতি সংসদের বৈঠকে শহীদ পরিবারের পুনর্বাসনের সিদ্ধান্ত জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত

এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এ তথ্য জানান তিনি।

আলী রীয়াজ বলেন, “আমরা অনেক আগেই এই বিষয়ে একমত হয়েছি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। এখন আমরা সনদে এটি অন্তর্ভুক্ত করব—এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকবেন।”

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকেন। এটা আমাদের পক্ষ থেকে একটি মৌলিক প্রস্তাব। আমরা নির্বাচন কমিশন নিয়োগে একটি নিরপেক্ষ কমিটির কথা বলেছি, তার বাইরের কোনো বিষয়ের সঙ্গে এই প্রস্তাবের শর্ত জড়িত থাকবে না।”

এর আগে, পুলিশ বাহিনীর পেশাদারি ও জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করে কমিশন। প্রস্তাবের পক্ষে ঐকমত্য হয় দলগুলোর মধ্যে। তবে এর গঠনপ্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়ে আলাদা আলোচনা হবে বলে জানানো হয়।

আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে। এটি পুলিশের জবাবদিহিতা ও জনবান্ধবতা নিশ্চিত করবে।”

কমিশনের প্রস্তাব অনুযায়ী, স্বাধীন পুলিশ কমিশনের দায়িত্ব হবে—পুলিশ বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা, ও জনসেবামূলক ভূমিকা নিশ্চিত করা। সেই সঙ্গে পুলিশ সদস্য ও সাধারণ জনগণের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও এই কমিশনের ওপর থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ