এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এ তথ্য জানান তিনি।
আলী রীয়াজ বলেন, “আমরা অনেক আগেই এই বিষয়ে একমত হয়েছি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। এখন আমরা সনদে এটি অন্তর্ভুক্ত করব—এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকবেন।”
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকেন। এটা আমাদের পক্ষ থেকে একটি মৌলিক প্রস্তাব। আমরা নির্বাচন কমিশন নিয়োগে একটি নিরপেক্ষ কমিটির কথা বলেছি, তার বাইরের কোনো বিষয়ের সঙ্গে এই প্রস্তাবের শর্ত জড়িত থাকবে না।”
এর আগে, পুলিশ বাহিনীর পেশাদারি ও জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করে কমিশন। প্রস্তাবের পক্ষে ঐকমত্য হয় দলগুলোর মধ্যে। তবে এর গঠনপ্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়ে আলাদা আলোচনা হবে বলে জানানো হয়।
আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে। এটি পুলিশের জবাবদিহিতা ও জনবান্ধবতা নিশ্চিত করবে।”
কমিশনের প্রস্তাব অনুযায়ী, স্বাধীন পুলিশ কমিশনের দায়িত্ব হবে—পুলিশ বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা, ও জনসেবামূলক ভূমিকা নিশ্চিত করা। সেই সঙ্গে পুলিশ সদস্য ও সাধারণ জনগণের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও এই কমিশনের ওপর থাকবে।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1761881565.jpg)