বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ–এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার জন্য ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি মাদরাসা নিজ নিজ মারকাজের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে পারবে। এছাড়া বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqbd.org থেকেও প্রয়োজনীয় ফরম ডাউনলোড করে নেওয়া যাবে।
নিবন্ধন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ সফর। তবে বিলম্ব ফিসহ নিবন্ধনের সর্বশেষ সময় ১০ রবিউল আউয়াল পর্যন্ত।
পরীক্ষাসংক্রান্ত আরও তথ্যের জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত মারকাজের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এমএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1761881565.jpg)