মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকি, চবিতে প্রতিবাদ সমাবেশ সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না: পীর সাহেব চরমোনাই সিলেটে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করল বিজিবি জুলাই সনদ সংবিধানের ওপর রাখলে খারাপ নজির হবে : সালাহউদ্দিন আহমদ মুরাদনগরে জমিয়তের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে অবহিত করার বাধ্যবাধকতা আরোপ করে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্ট সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে বিষয়টি জানানো বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ সদস্যকে গ্রেপ্তারের সময় পরিচয়পত্র ও নেমপ্লেট সঙ্গে রাখতে হবে এবং চাহিদা অনুযায়ী তা প্রদর্শন করতে হবে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের কারণ, কে গ্রেপ্তার করেছে, কখন গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে—এসব তথ্য লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। এই তালিকা পুলিশ সদর দপ্তরেও জমা দিতে হবে।”

আইন উপদেষ্টা জানান, সিআরপিসির ৫৪ ধারায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি পুলিশের সামনে অপরাধ করলে বা তার পালানোর আশঙ্কা থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে।

নতুন সংশোধনীতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে অনলাইন বেইল বন্ড এবং ডিজিটাল সমন ব্যবস্থা চালু করার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সংশোধনী আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ